কোম্পানীগঞ্জে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২০

কোম্পানীগঞ্জে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে ফারহানা সুলতানা নিপু (২১) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে তার লাশ উদ্ধার করার পর ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নিপু উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উমেদ আলী মাঝি বাড়ীর আবদুল মালেকের কনিষ্ঠা মেয়ে, সে সরকারী মুজিব কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্রী ছিল।
আজ বুধবার (১ জুলাই ২০২০) রাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন,
পুলিশ খবর পেয়ে নিপুর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,
কলেজ ছাত্রী নিপু মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নিজ বসত ঘরের আড়াঁর সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিপুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তবে কি কারণে কলেজ ছাত্রী নিপু আত্মহত্যা করেছে তা নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
পুলিশ এ বিষয়ে কোন তথ্য দিতে পারছে না।
নিপুর ব্যবহৃত মুঠোফোন পুলিশ জব্দ করলেও তা লক থাকার কারণে গলায় ফাঁস দেয়ার পূর্বে মুঠোফোনের মাধ্যমে কার কার সাথে সে ফোনালাপ করেছে তা জানা যাচ্ছে না।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest