কোম্পানীগঞ্জের অসহায় মানুষের কল্যাণে কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশন গঠিত

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

কোম্পানীগঞ্জের অসহায় মানুষের কল্যাণে কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশন গঠিত

বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে “কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশন” নামে একটি সংগঠন গঠিত হয়েছে।

“মানবিক বিপর্যয়ের পাশে আমরা” ও “আর্তমানবতার সেবায় সর্বদা প্রস্তুত” এ শ্লোগানকে সামনে রেখে এলাকার অসহায় মানুষ ও অসহায় প্রবাসীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে টেলি কনফারেন্সের মাধ্যমে সকলের সাথে আলাপ করে এবং সকলের সম্মতিক্রমে গতকাল বুধবার (০১ জুলাই) সংগঠনটির যাত্রা শুরু হয়েছে বলে ফাউন্ডেশনের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইতালী প্রবাসী আব্দুল কাইয়ুম মামুন জানিয়েছেন।

১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৪০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

উপদেষ্টা কমিটির সদস্যরা হলেনঃ
আমেরিকা প্রবাসী সেলিম চৌধুরী বাবুল, শাহজাহান ছোটন, মাঈন উদ্দীন, মোশারেফ হোসেন দুলাল, আব্দুল মালেক, মোঃ কাজল, আরজু হাজারী, আইয়ুব আলী ও আব্দুল খালেক, দক্ষিন আফ্রিকা প্রবাসী আব্দুল আউয়াল তানসেন, লন্ডন প্রবাসী লুৎফুর হক বিপ্লব, সৌদি আরব প্রবাসী শাহেদ চৌধুরী ও পারভেজ এবং সুইডেন প্রবাসী ফরিদ আহমেদ।

কার্যকরী কমিটি হলেনঃ
আমেরিকা প্রবাসী মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদকে সভাপতি ও ইতালী প্রবাসী আব্দুল কাইয়ুম মামুনকে সাধারণ সম্পাদক করে গঠিত ৪০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অপরাপর সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শওকত হায়াত খান বিপ্লব(ফ্রান্স), সহ-সভাপতি সাইফুল ইসলাম মঞ্জু, নজরুল ইসলাম লাকি(সৌদি আরব) জামাল উদ্দিন (কানাডা), ইসমাইল হোসেন মিস্টু (স্পেন), জাহাঙ্গীর হোসেন (ফ্রান্স), আজিজ মোহাম্মদ(স্পেন), দিলদার হোসেন মোহন (সৌদি আরব), ইমতিয়াজ মাইন উদ্দিন রাসেল(ফ্রান্স), নিজাম উদ্দিন মানিক (আবুধাবী) ও ওয়াহিদ জামান দুলাল (সৌদি আরব)। যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাজিব (কানাডা), সাকাওয়াত হোসেন মিসেল(লন্ডন), টিটু চৌধুরী (আমেরিকা), সাংগঠনিক সম্পাদক সামছুদ্দেহা সোহেল (সৌদি আরব), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সিকান্দার (কুয়েত), ইমন মহি উদ্দিন (মালয়েশিয়া), অমিত মজুমদার (জার্মানী), প্রচার সম্পাদক গোলাম মাওলা (ফ্রান্স), সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম (সৌদি আরব), অর্থ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান (আবুধাবী), সহ-অর্থ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন (সৌদি আরব), সমাজ কল্যাণ সম্পাদক সুজন চৌধুরী (আমেরিকা), সহ-সমাজ কল্যাণ সম্পাদক সালা উদ্দিন মিরাজ (ফ্রান্স), প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রায়হান সরওয়ার (আমেরিকা), সহ- প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন পলাশ (ফ্রান্স),

কমিটির সদস্যরা হলেনঃ
গিয়াস উদ্দিন নবী সবুজ (কানাডা), মোঃ জসীম উদ্দিন (আবুধাবী), মোঃ হোসেন মিল্লাত (কানাডা), মিজানুর রহমান মিলন, সেলিম আহমেদ (সৌদি আরব), জমিদার মোঃ শাহ আলম, শামীম আহমেদ, বেলায়েত হোসেন (দক্ষিন আফ্রিকা), মোঃ জাহিদ (সৌদি আরব), মোঃ রাজিব (ফ্রান্স), আনোয়ার হোসেন (ফ্রান্স) ও নাঈম হাসান (পর্তুগাল)।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest