বুরহান উদ্দিন মুজাক্কির,
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নির্দেশনায় ও পরিদর্শক (তদন্ত) রবিউল হকের তদারকিতে উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের জিয়া নগর নামক স্থানে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন জিলানীকে (৩৬) ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় জিলানীর সহযোগী বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের ছারওয়ার নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জিলানী ও পলাতক ছারওয়ারকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন জিলানীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।