নোয়াখালীর হাতিয়ায় নৌকা ডুবে ৩ জনের মৃত্যু, ১১ জন জীবিত উদ্ধার

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

নোয়াখালীর হাতিয়ায় নৌকা ডুবে ৩ জনের মৃত্যু, ১১ জন জীবিত  উদ্ধার

বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিনদিন আগে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে ১৪ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরের যায় একটি জেলে নৌকা। এক পর্যায়ে গতকাল রাত সাড়ে সাতটার দিকে জেলে নৌকাটি ভাসানচরের কাছাকাছি চর রাঙ্গুনিয়ার দক্ষিণে ডুবে যায়। পরে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা থেকে আজ(বুধবার) দুপুর পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো সুবর্ণচর উপজেলার বাসিন্দা শুকলব দাস (২৫), প্রাণনার্গ (৫০), সৌরভ (১৩)।
( হাতিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন)


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest