ঢাকা ৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
সাব্বির হোসেন সাজিদ,
চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
বহুল পরিচিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে এলামনাই এসোসিয়েশনের কমিটি ঘোষণা করেছে কতৃপক্ষ ।
শনিবার(১৮ জুলাই) নাসির উদ্দীন বাবু কে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।
সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন বাবু বলেন, “ভ্রাতৃত্ববন্ধনের অন্যতম সেতুবন্ধন হিসেবে কাজ করবে আমাদের অ্যালামনাই এসোসিয়েশন। তথ্য ও প্রযুক্তিগত উন্নয়নকে মাথায় রেখে প্রতিষ্ঠানের যেকোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণও আমাদের উদ্দেশ্য। তাছাড়া প্রাক্তন দের মধ্যে কেউ আর্থিক অসচ্ছলতার মধ্যে কাটালে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।”
সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন নাদিম জানান, পলিটেকনিকে রয়েছে হাজারো, স্মৃতী, পেয়েছি অনেক কিছু এখান থেকে, এবার যদি সে প্রতিষ্ঠানকে কিছু দিতে পারি, এটাই হবে আমাদের স্বার্থকতা।
উল্লেখ্য যে বিগত দিনে অসুস্থ একজন সদস্যের চিকিৎসার জন্য লক্ষাধিক অর্থ সহযোগিতা সহ নানান সেবামূলক কাজ পরিচালনা করে আসছে সংগঠনটি।সংগঠনটির নেতৃস্থানীয় সদস্যরা জানান ভবিষ্যতেও নানান সেবামূলক কাজের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করা আমাদের লক্ষ্য।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST