বাগেরহাটের ফকিরহাটে নতুন ৫ জনের করোনা শনাক্ত মোট ১৩০

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

বাগেরহাটের ফকিরহাটে নতুন ৫ জনের করোনা শনাক্ত মোট ১৩০

মো: সাগর মল্লিক
বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে নতুন করে আরো পাচজন করোনায় আক্রান্ত হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগের নিকট এই তথ্য আসে । নতুন
আক্রান্ত ৫ জন হলেন,উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা এলাকার আনোয়ারা,
নলধা-মৌভোগ ইউনিয়নের জলহাটি এলাকার সবিতা মুখার্জি, সদর ইউনিয়নের
পাগলা শ্যামনগর এলাকার এস এম মনিরুজ্জামান, আট্রাকী গ্রামের টুটুল এবং
গত ১৫জুলাই সকালে আট্রাকী গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান কালিপদ
পাল (৯৫)। এদিন তার নমূনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ২২জুলাই পরীক্ষার
ফলাফলে তার করোনা পজেটিভ এসেছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা
দাড়ালো ১৩০ জনে। সুস্থ হয়েছেন ৬০ জন ও মৃত্যুবরণ করেছেন ৬ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন, ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা
ডাঃ অসীম কুমার সমাদ্দার।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest