বরিশালে অনুমোদনহীন নকল কসমেটিকস জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা।

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০

বরিশালে অনুমোদনহীন নকল কসমেটিকস জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা।

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মহানগরীর চকেরপুল এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় এসময় অনুমোদনহীন নকল কসমেটিকস বিক্রয় করার অপরাধে একটি দোকান কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ ৬ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও র‌্যাব-৮ এর যৌথ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, নগরীর নিউ হরে কৃষ্ণ কসমেটিকস নামক একটি দোকানে অনুমোদনহীন বিভিন্ন প্রসাধনী পণ্যদ্রব্যের নকল লেভেল লাগিয়ে বিক্রি করা হচ্ছে।

পাশাপাশি সঠিকভাবে প্যাকেটজাত না করা, পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার কার্যক্রমও পরিচালনা করছে এই প্রতিষ্ঠানটি। সার্বিক বিবেচনায় নিউ হরে কৃষ্ণ কসমেটিকস শপ-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আর জব্দ কৃত কসমেটিকস আগুনে পুড়ে ধ্বংস করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার বিএসটিআই, বরিশাল এর ফিল্ড অফিসার নিখিল রায়। আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন র‍্যাব-৮ এর এএসপি আদনান মুস্তাফিজসহ তার একটি টিম।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest