ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০
গোলাম মোস্তফা খান,দাকোপ।
খুলনার দাকোপ উপজেলার সর্বত্রই কৃষকরা আপন চারা রোপনে বর্তমানে খুবই ব্যাস্ত সময় পার করছে। মঙ্গলবার ও বুধবার সাপ্তাহিক হাট থেকে জমি রোপনের জন্য গেরহেস্থরা মানুষ (কিষান) এক সপ্তাহের জন্য কিনে নিয়েছে। এ সময় হাটে জমি রোপনের কিষান কিনতে পাওয়া যায়, যা প্রায় ১০০ বছর ধরে চলে আসছে। এবার জমির পাতা চারা বেশ ভাল হয়েছে,আবহাওয়াও বেশ অনুকুলে তাই ধারনা করা হচ্ছেেএবার ফলনও ভাল হতে পারে দাকোপের সর্বত্র।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST