বেনাপোল দিয়ে উপহারের প্রথম ইলিশের চালান গেল ভারতে

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

বেনাপোল দিয়ে উপহারের প্রথম ইলিশের চালান গেল ভারতে

 

এসএম স্বপন,যশোর প্রতিনিধিঃ হিন্দু ধর্মাবলম্বী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের দেয়া শুভেচ্ছা উপহার স্বরুপ ১৪৫০ মেট্রিক টন ইলিশের প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার সময় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক দুটি প্রবেশ করেছে বলে জানান বেনাপোল কাস্টমস হাউজের সককারী রাজস্ব কর্মকর্তা শামীম হোসেন।

সংশ্লিষ্ট সুত্র এই খবর জানিয়ে বলেছে ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য এই শুভেচ্ছা উপহার।

উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এরপর বাংলাদেশ সরকার একাধিকবার ভারত সরকারকে শুভেচ্ছা উপহার স্বরুপ ইলিশ মাছ দিয়েছে। গতবছর এই সময় দেওয়া হয়েছিল ৫০০ মেট্রিক টন।

আজ সন্ধ্যা ৬টায় দুটি ট্রাকে ১২ মেট্রিক টনের
প্রথম চালানটি বেনাপোল বন্দর দিয়ে ভারতে পৌঁছায়।
যার প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য মার্কিন ১০ ডলার।

ইলিশের আমদানিকারক ভারতের পশ্চিমবঙ্গের জে,কে ইন্টারন্যাশনাল।

ইলিশ রফতানিকারক খুলনার জাহানাবাদ সি ফুড লিঃ প্রতিষ্ঠানটির পক্ষে বেনাপোলের নীলা ইন্টারন্যাশনাল নামে সিএন্ডএফ এজেন্টের ম্যানেজার বলেন, প্রথম চালানে ১২ ম্যাট্রিক টন ইলিশ রফতানি করা হলো। প্রতি কেজি ইলিশ মার্কিন ১০ ডলারে রফতানি করা হলো। যা বাংলাদেশি টাকায় ৮শ’ ৪০ টাকা।

বেনাপোল মৎস্য কোয়ারেনটাইন পরিদর্শক আসওয়াদুল হক জানান, আজ প্রথম চালানে দুটি ট্রাকে করে ১২ মেট্রিক টন মাছ ভারতে প্রবেশ করেছে। ১লাখ ২০ হাজার মার্কিন ডলারের মাছের প্রথম চালনটি আজ ভারতে প্রবেশ করলো।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest