খুলনায় অসহায় গরীব মানুষদের মাঝে কেএমপি’র খাবার বিতরন

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

খুলনায় অসহায় গরীব মানুষদের মাঝে কেএমপি’র খাবার বিতরন

 

গোলাম মোস্তফা খান খুলনা। প্রতিদিনের ন্যায় গতকালও নগরীতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি)’র উদ্যোগে অসহায় গরীব মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়েছে খুলনা মহানগরী এলাকার বিভিন্ন জায়গায়। প্রতিদিন একই সময়ে দুপুরের খাবার বিতরণ করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ এর একটি দল। যেখানে পথে পড়ে থাকা, অসহায়, অপদস্ত, হেয় মানুষ যাদের দেখাশোনা করার কেউ নাই তাদের পাসে দাড়িয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ এর এই দল টি। প্রতিদিন প্রায় ৩০০ লোকের খাবার সরবরাহ করে থাকে খুলনা মেট্রোপলিটন পুলিশ। মানুষের আচার আচরণের মাধ্যমে তার সকল কিছু নির্ভর করে।
তেমনি এক উদার মনের মানুষ খুলনা মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা) এর নির্দেশে প্রতিদিন নিরলস ভাবে ঝড় বৃষ্টি উপেক্ষা করে কাজ করে চলেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। করোনাভাইরাস এর এই সময় খুলনা সহ সারা বাংলাদেশে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি খাদ্য ঝুঁকিতে পড়েছে অনেক মানুষ। এই সব সার্বিক দিক ভেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ এর অভিভাবক খন্দকার লুৎফুল কবির (পিপিএম -সেবা) এর সুদৃষ্ট তে খুলনা মহানগরীর মানুষ এর মুখে আজ হাসি ফুটেছে।না খেতে পেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করা মানুষটাও আজ খেতে পারছে। তাদের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানায় স্থানীয় বাসিন্দারা। কেএমপি পুলিশ কমিশনারের পাশাপাশি ADC Headquarters কানাইলাল সরকার কে। যিনি এই মহৎ কাজ কখন কিভাবে কোথায় হচ্ছে তার সার্বিক তত্ত্বাবধানে আছেন।
খুলনা ২৭/২০


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest