বেনাপোল সীমান্তে ভারতীয় পণ্য ও ঔষধ জব্দ

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

এসএম স্বপন, যশোর প্রতিনিধিঃ বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ১৪০০ পিস গোমেলা ক্রীম, ৭০০ পিস কিটকাট চকলেট ও ৪৬৮০ পিস Cholecalciferol ইনজেকশন জব্দ করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ও দুপুরে পৃথক দুটি অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদে আজ দুপুরে সাদিপুর সীমান্ত থেকে অভিযান চালিয়ে ১৪০০ পিস গোমেলা ক্রীম ও ৭০০ পিস কিটকাট চকলেট জব্দ করা হয়।

অপরদিকে, ২১ বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী পূর্বপাড়া কাঁচা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ভারতীয় ৪৬৮০ Cholecalciferol Injection জব্দ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest