ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

ফকিরহাটে করোনা আক্রান্ত  হয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

মোঃ সাগর মল্লিক
খুলনা ব্যুরোঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহর মৌভোগ গ্রামে করোনা আক্রান্ত হয়ে মিঠুন হীরা (২৬) নামের এক স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে ডহরমৌভোগ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদে কর্মরত ছিলেন। সে উক্ত গ্রামের কালিদাশ হীরার পুত্র। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার।
মিঠুন হীরা করোনা শনাক্তের পর গত কয়েকদিন ধরে খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।ফকিরহাটে মোট করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২জনের মৃত্য হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest