ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এসএম স্বপন, যশোর প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটার গান পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
তবে, এসময় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
সোমবার (৫ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে এ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায় অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্রের একটি চালান এনে দৌলতপুর সীমান্তের বালিরমাঠ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটার গান পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা কৌশলে পালিয়ে যায়।
২১ বিজিবি ব্যাটালিয়ানের দৌলতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST