যশোরের শার্শায় গৃহপরিচারিকা ধর্ষণের দায়ে ধর্ষক আটক

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

যশোরের শার্শায় গৃহপরিচারিকা ধর্ষণের দায়ে ধর্ষক আটক

এসএম স্বপন, যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় বিয়ের প্রলোভনে গৃহ পরিচারিকাকে (২৫) ধর্ষনের অভিযোগে আবির হাসান (২৬)
এক ধর্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নাভারন রেল বাজার থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।

আটক আবির শার্শা সদর ইউনিয়নের নাভারনে অবস্থিত মৌলী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী হাজী এনামুলের ছেলে।

ধর্ষনের অভিযোগে ওই যুবতী শার্শা থানায় মঙ্গলবার একটি মামলা করলে তাকে আটক করা হয়।

শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, আবির হাসান দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই যুবতীর সাথে অবৈধ মেলামেশা করে আসছিলেন। পরে মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করে। এবিষয়ে মেয়েটি থানায় অভিযোগ দিলে তাকে আটক করা হয়।

বুধবার সকালে ওই যুবতীর আলামত পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest