ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০
এসএম স্বপন, যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শা ও বেনাপোল পৌর এলাকা সরেজমিনে পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও পরিচালক স্থানীয় সরকার বিভাগ এর হোসেন আলী খোন্দকার।
বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত শার্শা উপজেলা ও বেনাপোল পৌর এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল উপস্থিত ছিলেন।
তিনি এসময় শার্শা উপজেলার ৫নং পুটখালী ইউনিয়ন পরিষদ, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প “যার জমি আছে ঘর নেই” এর আওতায় গৃহহীনদের ঘর, দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ কাজ, আমার বাড়ি আমার খামার প্রকল্প ও বেনাপোল পৌরসভা সরেজমিনে পরিদর্শন করেন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, হোসেন আলী খোন্দকার এসময় শার্শা ও বেনাপোল পৌর এলাকা পরিদর্শনের পাশাপাশি তাদের মাঝে নগদ ৩ লাখ টাকা প্রদান করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST