বাগেরহাটের শরনখোলায় পুলিশের স্ত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার, কনেস্টবল আটক

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

বাগেরহাটের শরনখোলায় পুলিশের স্ত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার, কনেস্টবল আটক

মোঃ সাগর মল্লিক
খুলনা ব্যুরোঃ
শরণখোলায় তাফালবাড়ী পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশ কনেস্টবল সাদ্দাম হোসেনের স্ত্রী জোৎসনা বেগমের মাথা ও হাত বিচ্ছিন্ন বস্তাবন্দী লাশ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পুলিশ উদ্ধার করেছে।
এ ঘটনায় কনেস্টবল সাদ্দামকে আটক করা হয়েছে।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে তাফালবাড়ী বাজার এলাকায় সাদ্দামের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে কনেস্টবলের স্ত্রীর বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়।
এ সময় কনেস্টবল সাদ্দামকে আটক করা হয়েছে। আটক কনেস্টবলের বাড়ী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামে। পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আটক কনেস্টবল স্বীকার করেছে।
এ ব্যাপারে শরনখোলা থানায় হত্যা মামলা হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।
নিহত জোৎনার বোন রেহেনা বলেন আমরা বোনকে নৃশংস ভাবে হত্যা করেছে আমি এর দৃষ্টান্ত মূলক বিচার চাই এবং নিহতের ৯ বছরের শিশু সন্তান তার মাকে হত্যা করায় পিতার ফাঁসি চেয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest