বেনাপোলে মোবাইল ও মোটরসাইকেল সহ দুই পাচারকারী আটক

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

বেনাপোলে মোবাইল ও মোটরসাইকেল সহ দুই পাচারকারী আটক

এসএম স্বপন(যশোর)অফিসঃ ভারত থেকে পাচার করে আনা ১৪টি মোবাইল ফোন ও একটি প্লাটিনা মোটরসাইকেল সহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের তারেক হোসেনের ছেলে তাজমুল হোসেন (২৪) ও একই গ্রামের আফসার আলীর ছেলে নুরনবী (২৪)।

বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাচারকারীরা ভারতীয় চোরাই মোবাইলের একটি চালান নিয়ে, পুটখালী গাতিপাড়া হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এমন খবরে গাতিপাড়া পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে শাওমি রেডমি মোবাইল ৪টি, রিয়েলমি ৩টি, ভিভো ৪টি, ৩টি অপ্পো মোবাইল ও একটি প্লাটিনা মোটরসাইকেল সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত মোবাইলের বাজার মুল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
আটক মোবাইল ও মোটরসাইকেল সহ আসামিদের বিরুদ্ধে চোরাচালানী মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest