শার্শায় ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামি আটক

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

শার্শায় ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামি আটক

এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শায় ৭৬ বোতল ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামি আইয়ুব আলী মোড়লকে (৩৫) আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০ টার সময় শার্শা থানার শ্রীকোনা এলাকা থেকে তাকে আটক করে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ।

আটক আইয়ুব শার্শার বারীপোতা গ্রামের মৃতঃ ওলিয়ার রহমানের ছেলে।

শার্শা থানার অফিসার ইন-চার্জ বদরুল আলম খান জানান, মাদক পাচারের গোপন খবরে, শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই এজাজুর রহমান শার্শা থানার শ্রীকোনা গ্রামস্থ রবিউল ইসলামের বাড়ির সামনে কাচা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৭৬ বোতল ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামি আইয়ুবকে আটক করে।
আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest