চালনা পৌরসভা নির্বাচনে সাবেক ২ ছাত্রনেতা মেয়র পদে মনোনয়ন চাইবেন।

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

চালনা পৌরসভা নির্বাচনে সাবেক ২ ছাত্রনেতা মেয়র পদে মনোনয়ন চাইবেন।

বিশেষ প্রতিনিধি, খুলনা। আসন্ন খুলনার চালনা পৌরসভা নির্বাচনে ৮০,র দশকের তুখোড় ২ ছাত্রনেতা দাকোপ উপজেলা ছাত্রলীগের সাবেক ২ সভাপতি ও দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাবেক ২ যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডঃ জিএম কামরুজ্জামান ও সাংবাদিক গোলাম মোস্তফা খান দলীয় নমিনেশন চাইবেন বলে দল ও সাধারন ভোটারদের সূত্রে জানা গেছে। এছাড়া বর্তমান মেয়র ও সাবেক মেয়র সনত কুমার বিশ্বাস ও অচিন্ত্য কুমার মন্ডল ও নমিনেশন চাইবেন বলে জানা গেছে। সাবেক ও বর্তমান ২ জনও সাবেক ২ ছাত্রনেতার ঘনিষ্ঠ বন্ধু ক্লাশফ্রেন্ডও বটে। তবে ৮০ দশকে উত্তাল এরশাদ বিরোধী ছাত্রআন্দোলনের সময় ছাত্ররাজনীতির সময় ছাত্রলীগের সাথে বা আন্দোলন সংগ্রামে তেমন জড়িত ছিলেন না বলে জানা গেছে। তবে পরবর্তীতে আওয়ামীলীগের রাজনীতির সাথে আছেন আর বর্তমান মেয়র সনত কুমার বিশ্বাস বর্তমানে পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক। এ ৪ জনই আসছে পৌরসভা নির্বাচনে সম্ভাব্য চালনা পৌরসভার মেয়রপ্রার্থী বলে নানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয় সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান ও মোস্তফা খানের সাথে আলাপ হলে জানান আমাদের আওয়ামীলীগ থেকে নমিনেশন পাওয়ার সকলের থেকে অধিকার বেশি দলে যখন কথা বলার কেউ ছিল না তখন আমরাই বোমা গুলির মুখে দাকোপ ও খুলনার রাজপথে প্রতিদিন মিছিল করেছি। মোস্তফা খান আরও বলেন দলের কঠিন কর্মসুচি বাস্তবায়ন করতে গিয়ে ৮৬ সালে দলের জন্য কারাবরনও করেছি, আর আজ ৪০ বছর রাজনীতি করে নমিনেশন আশা করতে পারিনা ? । আমরা প্রয়োজনে সরাসরি আমাদের নেত্রী শেখ হাসিনার কাছে রাজনৈতিক জিবনী তুলে ধরে আবেদন জানাবো। উল্লেখ্য তুখোড় ছাত্রনেতা জিএম কামরুজ্জামান ও গোলাম মোস্তফা খান তখন খুলনা জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে কমিটিতে বিশেষ পদে জড়িত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest