শার্শায় পৃথক অভিযানে মাদক সহ আটক-২

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

শার্শায় পৃথক অভিযানে মাদক সহ আটক-২

এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭২ বোতল ফেনসিডিল, ১৫০ পিস ইয়াবা ও একটি টিভিএস মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার (৬ ডিসেম্বর) দিনভর অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, যশোরের শার্শা থানার সামটা (পূর্ব পাড়া) গ্রামের মৃতঃ জেহের আলী পশারীর ছেলে রফিকুল ইসলাম পশারী খাদেম (৩৫) ও সাতক্ষীরার কলারোয়া মৃতঃ খায়রব আলীর ছেলে বাসারাত হোসেন বাচ্চু (৪৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদে, শার্শা থানার সামটা গ্রামস্থ যশোর টু সাতক্ষীরা রোড এলাকা থেকে রফিকুলকে ৭০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।

অপরদিকে, শার্শা থানার বাগুড়ী গ্রাম থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি টিভিএস মোটরসাইকেল সহ বাচ্চুকে গ্রেফতার করা হয়।

অন্য এক অভিযানে, শার্শা থানার রাড়ীপুকুর স্কুলপাড়া গ্রামস্থ আসামী সাদ্দাম হোসেনের (৩০) বসত ঘরের ভিতর থেকে ১০২ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এঘটনায় সাদ্দাম পলাতক রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আসামিদের যশোর আদালতে প্রেরণ ও পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest