ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০
যশোর অফিসঃ যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি এলাকা থেকে ২৪ পিস স্বর্ণের বারসহ (২ কেজি ওজনের) বাকি বিল্লাহ নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) আমড়াখালী চেকপোষ্টের সামনে একটি লোকাল বাস তল্লাশিকালে আটককৃতের দেহ তল্লাশি করে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়।
আটক বাকি বিল্লাহ বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আঃ ওয়াহাবের ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে আমড়াখালী চেকপোষ্টের সামনে একটি লোকাল বাসে তল্লাশি করে সন্ধেহভাজন বাকি বিল্লাহকে আটক করা হয়। পরে তাকে গাড়ী থেকে নামিয়ে তল্লাশি করে তার প্যান্টের ভিতরে কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২৪ টি বিভিন্ন আকারের ২ কেজি ওজনের স্বর্ণের বার পাওয়া যায়।
আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩৯ লক্ষ ৮০ হাজার টাকা। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST