পোষ্টারের পোষ্টারের ছেয়ে গেছে চালনা পৌরএলাকা।

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

পোষ্টারের পোষ্টারের ছেয়ে গেছে চালনা পৌরএলাকা।

গোলাম মোস্তফা খান,দাকোপ। খুলনার চালনা পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোষ্টারের। প্রচারের আজ চতুর্থদিন চললেও প্রতি প্রার্থীর মাইকে রেকডিং নানা ডং এ-র গানের আওয়াজে গোটা পৌরসভার বাজার গ্রাম এখন আওয়াজের জনপদে, গানের জনপদে পরিনিত হয়ে আছে।


ভোর থেকে গভিররাত পর্যন্ত চায়ের দোকান গরম গরম আলোচনা,জরিপ পুরোদমে শুরু হয়ে গেছে। প্রার্থীদের কারনে বাড়িতে ভোটারদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। টাকার ছড়াছড়ির কারনে খাওয়া দাওয়ারও ধুম পড়েছে রিতীমত।ন সবচেয়ে জমেছে ৬,৯, নং ওয়ার্ডে। এখানকার ভোটাররা বেশ ভালই কাটাচ্ছে খেয়ে দেয়ে এমনটাই সকলের আলোচনা বা মতামত।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest