ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোর শহরের পৌরপার্কের সামনে থেকে ২০টি স্বর্ণের বারসহ ইমাদুল হোসেন (২৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়।
আটক ইমাদুল বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবর আসে স্বর্ণ পাচারকারী একটি চক্র যশোর শহরের পৌরপার্কের সামনের রাস্তা দিয়ে স্বর্ণের চালান নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এমন গোপন সংবাদে পৌরপার্ক এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ইমাদুলকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৫টি প্যাকেটে মোট ২০টি স্বর্ণেরবার পাওয়া যায়।
ইমদাদুল হোসেন র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করে।
উদ্ধারকৃত স্বর্ণের মুল্য ১ কোটি ৬৩ লাখ টাকা বলে জানায় বিজিবি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST