ঢাকা ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০
মোঃ সাগর মল্লিক
খুলনা ব্যুরোঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (মা-শিশু ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা) ও ফকিরহাট উপজেলা পরিবার পরিকল্পনা (অতিঃদাঃ) কর্মকর্তা ডাঃ শাহরিয়ার শামীম-কে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
সাধারণ ডায়েরী (জিডি) তে উল্লেখ রয়েছে,খুলনা জেলার কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তুহিন কান্তি ঘোষ গতকাল মঙ্গলবার (২৯শে ডিসেম্বর) ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেলা সাড়ে ১২ টার দিকে আসলে ডাঃ শাহরিয়ার শামীম এর সাথে দেখা হলে অতর্কিতভাবে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।
সেই সাথে জীবন শেষ করে দিবে ও খুন করা আর ঝখম করার হুমকি প্রদান করে চলে যায়।পরে ডাঃ শাহরিয়ার শামীম জীবনের নিরাপত্তার বিষয় চিন্তা করে ফকিরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।যার নং ১০৩৯,তাং-২৯/১২/২০২০ইং।
এব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন,আমরা জিডি গ্রহণ করেছি।সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST