চিতলমারীতে দুই কচ্ছপ বিক্রেতা আটক ll

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

চিতলমারীতে দুই  কচ্ছপ বিক্রেতা আটক ll

চিতলমারী উপজেলা প্রতিনিধি:

৬-১-২০২১ বুধবার বাগেরহাটের চিতলমারী মাছ বাজার থেকে দুই কচ্ছপ বিক্রেতাকে আটক করা হয়।
বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বন্য প্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার নেতৃত্বে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৬(১১ও৩৪) খ ধারা বলে গোপন সুত্রের ভিত্তিতে চিতলমারী মাছ বাজার থেকে দুই কচ্ছপ বিক্রেতাকে আটক করে।

কচ্ছপ বিক্রেতারা হলেন ১/বকুল হীরা(৫০) পিতা মৃতঃ নলিন হীরা গ্রামঃ দড়ি উমাজুরি ২/সুভাষ হালদার (৬৫) পিতা মৃতঃ হরিবর হালদার গ্রামঃ খাসেরহাট চিতলমারী বাগেরহাট।
সূত্রমতে এই দুই ব্যবসায়ী দীর্ঘদিন যাবত কচ্ছপ ব্যবসার সাথে জড়িত আছেন এবং তারা বিভিন্ন বাজারে প্রকাশ্যে কচ্ছপ বিক্রি করেন৷ নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, আগেও কয়েককবার তাদের প্রশাসনিক ভাবে নিষেধ করা হলেও তাদের ব্যবসা চলমান রয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম উপস্থিতিতে ব্যাবসায়ী দুজনকে আটক করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest