ফটিকছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২১ অনুষ্ঠিত:

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২১

ফটিকছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২১ অনুষ্ঠিত:

সাব্বির হোসেন সাকিব

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিনের সভাপতিত্বে ফটিকছড়ি উপজেলা পরিষদের জহুরুল হক হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জাতির মুর‍্যালে পুষ্পস্তবক অর্পন ও দেয়ালিকা উন্মোচন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য,২৭৯ চট্টগ্রাম-২ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও সংরক্ষিত মহিলা আসন-৩০৬ খাদিজাতুল আনোয়ার সনি, সভায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মো: আবু তৈয়ব,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহিন,সহকারী কমিশনার(ভূমি) জিসান বিন মাজেদ,ফটিকছড়ি থানার অফিসার্স ইন চার্জ রবিউল ইসলাম,ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন,সরকারের বিভিন্ন দপ্তর-প্রধান ও সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।

আলোচনা সভার শেষে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ-২০১৯ স্মার্ট কার্ড ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শিক্ষাবৃত্তি এবং শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest