বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না – ইঞ্জি: মোশাররফ হোসেন।

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না – ইঞ্জি: মোশাররফ হোসেন।

চট্টগ্রাম ব্যুরো:
২৩-০৩-২১

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে মহান মুক্তিযোদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের (৫৫ জন) সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা ড. রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) শাব্বির ইকবাল।

জেলা পরিষদের সচিব মো. রবিউল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংসদ সদস্য নজরুল ইসলাম,সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মির্জা আবু মনসুর,যুদ্ধকালীন বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.মঈনুদ্দিন,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগের সদস্য শওকত আলম শওকত,আখতার উদ্দিন মাহমুদ পারভেজ,জেলা আওয়ামী লীগের সদস্য হাসিবুন সোহাদ চৌধুরী সাকিব,জেলা পরিষদের পুরুষ ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি জাতির শ্রেষ্ঠ সন্তানরা উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest