চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ কর্মকর্তা ফটিকছড়ির ইউএনও সাথে পেলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার l

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২১

চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ কর্মকর্তা ফটিকছড়ির ইউএনও সাথে পেলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার l

সাব্বির হোসেন সাকিব, ফটিকছড়ি(চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলায় জেলা পর্যায়ে সরকারি সেবা প্রদানে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সায়েদুল আরেফিন।

৮ জুলাই (বৃহস্পতিবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার হাতে পুরস্কার, সার্টিফিকেট এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে আমাকে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যাদের ভালবাসা ও সহযোগিতায় এ পুরস্কার প্রাপ্তি আমার প্রিয় ফটিকছড়িবাসীকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই আমি কোন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারতাম না৷ একইসাথে ধন্যবাদ জানাচ্ছি ফটিকছড়ির রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রবাসী ভাই/বোনেরা, বিভিন্ন সামাজিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধাগণ এবং সর্বোপরি আমার প্রিয় টিম ফটিকছড়ির সম্মানিত কর্মকর্তা ও কর্মচারীদের, যাদের আকুন্ঠ সহযোগিতায় আমরা সকলে মিলে ফটিকছড়ির জনসাধারণকে কাঙ্খিত সেবা দেয়ার চেষ্টা করেছি। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বিদায় বেলায় এই পুরস্কার ভবিষ্যতে আরো ভাল কাজ করার দায়বদ্ধতা তৈরি করলো। সামনের দিনগুলোতে সকলের সহযোগিতায় আরো বেশী আন্তরিকতার সাথে জনসাধারণের কাঙ্খিত সেবা প্রদানে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।

সম্প্রতি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সায়েদুল আরেফিন পদোন্নতী পেয়ে আগামি রবিবার কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পরবর্তী কর্মস্থলে যোগদান করার কথা রয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest