লাকসামে ১৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক l

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২১

লাকসামে ১৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক l

লাকসাম প্রতিনিধি
লাকসামে পিকআপভর্তি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার পরানপুর বাজার এলাকার কৈত্রা রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়। গতকাল শুক্রবার আটককৃতদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মহিতুল ইসলাম জানান, নৈশকালীন কর্তব্যরত উপ-পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম ও সহকারি উপ-পুলিশ পরিদর্শক বায়েজিদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স কৈত্রা রাস্তার মাথায় একটি পিকআপ (নং ঢাকা-মেট্রো-ন-১৯-৪৯৮০) থামিয়ে তল্লাশি চালিয়ে স্কচ টেপ মোড়ানো ১৪ কেজি গাঁজা ও একটি চাকুসহ তিনজনকে আটক করেন। এসব মাদকের বাজার মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা। আটককৃতরা হলো- ঝালকাঠি পৌরসভার মনোহরিপট্টি এলাকার মৃত ইউনুস আলী হাওলাদারের ছেলে আমানত হোসেন (৩৭), নলছিটির কুলকাঠি এলাকার মৃত শাহজাহান তালুকদারের ছেলে আরিফ হোসেন তালুকদার (৩২) ও বরিশালের কাউনিয়া বিসিক বটতলা এলাকার মৃত ইউনুস খানের ছেলে মেহেদি হাসান বাবু (২০)। এ সময় সোহাগ হোসেন (৩৫) ও আকাশ (২৫) নামে অপর দুই মাদক কারবারি পালিয়ে যায়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে
উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদ খান জানান, আটককৃতদের শুক্রবার কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest