বরিশালে বিদ্যালয়ে ক্লাস বন্ধ করে চলছে বিয়ের অনুষ্ঠান

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২

বরিশালে  বিদ্যালয়ে  ক্লাস বন্ধ করে চলছে বিয়ের অনুষ্ঠান

বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল নগরীর ৪ নং ওয়ার্ডে কাউনিয়া থানাধীন উত্তর আমানতগঞ্জ মুন্সি প্রেসের সামনে মোফাজ্জেল হোসেন খান সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চলছে এক জমকালো বিয়ের আয়োজন।
আজ ১০ই মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরেজমিনে প্রদর্শন করে দেখা যায়, বিদ্যালয়ের গেট সাজিয়ে মাঠের ভিতর বিশাল এক প্যান্ডেল তৈরি করে আয়োজন করেছে রমরমা বিয়ের অনুষ্ঠান।

এ আয়োজনের ব্যাপারে মেয়ের বাবা ইয়ার হোসেন সিকদার বলেন, “বাড়িতে জায়গা নেই। তাই স্কুল কর্তৃপক্ষর কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে প্যান্ডেল করা হয়েছে।”

বিদ্যালয় মাঠ প্রাঙ্গণের দক্ষিণ সাইডে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা অর্চনা রানী বণিক বলেন, প্রাইমারি স্কুল আমি খোলা রেখেছি এবং আমি কোন অনুষ্ঠানের অনুমতি দেয়নি, অনুমতি দিয়েছেন সভাপতি।

মৌখিক অনুমতি নেওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় স্কুল সভাপতি আশরাফুজ্জামান রনি, তিনি জানায় মানবিক দিক বিবেচনায় সহনশীল হয়ে তাদের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে। মাধ্যমিক স্কুলের প্রাধান শিক্ষকের কাছে জানতে চাইলে সে স্কুল কমিটির সভাপতির কাছে ফোন দিয়ে কথা বলতে বলে।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন স্কুল খোলার দিনে স্কুল মাঠে এরকম কোন পারিবারিক অনুষ্ঠান করা যাবে না, আমি অফিসার পাঠিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতেছি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest