নলছিটির তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে একাই সভাপতি ও প্রিজাইডিং হয়ে পাতানো নির্বাচনের চেষ্টা!

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২

নলছিটির তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে একাই সভাপতি ও প্রিজাইডিং হয়ে পাতানো নির্বাচনের চেষ্টা!

ঝালকাঠি প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি তেতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বিধিলংঘন করে যিনি এডহক কমিটির সভাপতি তিনিই প্রিজাইডিং অফিসারের দ্বৈত দায়িত্ব নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আতাঁত করে বিধিবহির্ভূত ভাবে তিনি এ তুগলকি ভূমিকায় লিপ্ত হয়েছেন বলে অভিভাবক সদস্যরা অভিযোগ করেছে। পুরো বিষয়টি জানা সত্বেও নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আনোয়ারুল আজিম নীরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ উঠেছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের প্রার্থী ফিরোজ আলম জানান, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আবুল কাসেম তার ছক মোতাবেক একটি পাতানো নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টা চালাচ্ছে। সেই কমিটি বাস্তবায়নের জন্য বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি নিজেই প্রিজাইডিং অফিসারের দায়িত্ব নেয়।
যে কারনে অভিভাবকদের না জানিয়ে সভাপতি ও প্রিজাইডিং অফিসার মো: বদরুল আলম তড়িগড়ি গোপন নির্বাচনী কার্যক্রম শুরু করে। বিষয়টি অভিভাবকরা টের পেয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে প্রিজাইডিং অফিসার আগামী ১৯মার্চ ভোট গ্রহনের দিন ধার্য করে ও ৫,৬,৭ মার্চ মনোনয়নপত্র দাখিলের তারিখ দিয়ে তফসিল ঘোষনা করেন।

অভিভাবকরা অভিযোগ করেন, তফসিল ও ভোটার তালিকা ক্লাসে পাঠ করাসহ নোটিশ বোর্ডে টানিয়ে দেয়ার বিধান থাকলেও তারা এর কোন তোয়াক্কা করেনি। মেয়াদ শেষ হওয়ার ৮০দিন পূর্বে নির্বাচনী কার্যক্রম শুরু করার বিধাণ থাকলেও প্রধান শিক্ষক সে বিধানও অনুসরন করেনি। এছাড়াও ভোটার তালিকায় সভাপতির নাম অংকিত সিল মোহর থাকা বাধ্যতামূলক হলেও ঘোষিত তালিকায় সিল মোহন ব্যবহার করা হয়নি।
এ প্রসঙ্গে এডহক কমিটির সভাপতি ও প্রিজাইডিং অফিসার বদরুল আলম বলেন, “ভোটার তালিকায় নাম অংকিত সিল মোহর না দিয়ে থাকলে তা ভূল হয়েছে। অবশ্যই নাম অংকিত সিল মোহর ব্যবহার করার বিধান রয়েছে। তবে আমার দোষ ত্রুটি হলে আমি তা সংশোধন করে নিব।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল আমিন জানান, দ্বৈত দায়িত্ব নেয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তার সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, একই ব্যক্তি সভাপতি ও প্রিজাইডিং এর দায়িত্ব কেন নিলো আমি এখনই খোজ নিয়ে ব্যবস্থা নেবো। প্রয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রিজাইডিং অফিসার নিয়োগের দায়িত্ব প্রদান করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest