ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২২
বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হারুন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ মার্চ ) রাত সাড়ে ৮ টায় উপজেলার লেবুখালী ইউনিয়নের পূর্ব কার্তিকপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অই এলাকার আজহার শরীফের ছেলে। তিনি( হারুন) পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
পারিবারিক সুত্রে জানা যায়, নিহত হারুন মাছ ব্যবসার পাশাপাশি কৃষি কাজও করতেন। ঘটনারদিন রাতে বিলের মধ্যে কৃষিজমিতে সেচ দেয়ার জন্য পানির মটারে লাইন দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হন। পরে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST