বরিশাল পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত,সড়ক অবরোধ!

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২২

বরিশাল পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত,সড়ক অবরোধ!

এম কে,কামরুল ইসলাম নলছিটি প্রতিনিধি :
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দবদপিয়া জিরো পয়েন্ট জোলা খালি খেয়াঘাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মমতাজ বেগম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন !
রোববার (১৩ মার্চ ) সন্ধ্যা সাড়ে ৭:৩০ মি: দিকে এ দুর্ঘটনা ঘটে, নিহত মমতাজ বেগম নলছিটি উপজেলার দবদপিয়া গ্রামের মৃত রতন হাওলাদারের স্ত্রী !
ঘটনার পরপরই সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে স্লোগান দেন !

অবরোধের কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়,পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন ,প্রায় পৌনে এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয় ! প্রত্যক্ষদর্শীরা জানান ,দবদপিয়া জিরো পয়েন্ট জোলাখালি খেয়াঘাট এলাকায় সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই নারী পথচারী, এ সময় অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয় ,এতে ঘটনাস্থলেই ওই নারী মৃত্যু হয় !দুর্ঘটনা পথচারীর মৃত্যু তথ্য নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ আতাউর রহমান বলেন ,বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নিয়েছে,অভিযুক্ত চালক ও পরিবহনটি চিহ্নিত করার চেষ্টা চলছে!


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest