ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২২
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল ব্রজমোহন কলেজের গণিত বিভাগের শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী শাশ্বতী রায় চৈতির অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং এর সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সোমবার ১৪ ই মার্চ সকাল ১১ঘটিকায় কলেজের ১ম গেটে গনিত বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ এর সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গতকাল ও এই আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা চৈতির মৃত্যুর সঠিক তদন্ত, আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তারা এসময়ে বলেন এটি কোন স্বাভাবিক মৃত্যু নয়,প্রশাসনকে চৈতির অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন করতে হবে।
উল্লেখ্য ভোলার চরফ্যাশন পৌরসভার ৪নং ওয়ার্ড কলেজপাড়া এলাকায় ৫ই মার্চ রাতে শ্বশুর বাড়ির নিজ কক্ষ থেকে গৃহবধূ শাশ্বতী রায় চৈতির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পরে চৈতির বাবা বাদী হয়ে মেয়ের শ্বশুর, শাশুড়ি, ও জামাইর বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেন।মামলায় শ্বশুর সমীর মজুমদার ও শাওন মজুমদার গ্রেফতার হলেও শাশুড়ী নিয়তি রানী পলাতক রয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST