ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
এম কে ,কামরুল ইসলাম নলছিটি প্রতিনিধি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এবছর ব্যাপক হারে ইরি- ধানের আবাদ করেছে কৃষরা।
এ উপজেলায় বীজ রোপনের পর থেকে এখন পযর্ন্ত ফসলের সার্বিক উন্নতি চোখে পরারমত।
কূলকাঠী ইউনিয়নের বিহাঙ্গল গ্রামের কৃষক সুমন খাঁ বলেন, আবহাওয়া অনুকুলে থাকলে ও পোকায় আক্রান্ত না হলে ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
কৃষকদের অভিযোগ বীজ, সার এবং কীটনাশকের মূল্য বেশি হওয়ায় অনেক টাকা খরচ হয়ে যায়। এর পরে ধান ক্ষেতে সেচ দেয়ায় কৃষকের তেমন লাভ থাকে না। এত কিছুর পরেও বাজারে ধানের মূল্য ভালো থাকায় ইরি-আবাদে আগ্রহের কমতি নেই কৃষকদের।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST