নলছিটিতে জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস পালিত

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

নলছিটিতে জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস পালিত

মিলন কান্তি দাস
নলছিটি,ঝালকাঠি

নলছিটিতে উপজেলা প্রসাশন’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমান’র ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
”বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার ,সকল শিশুর সমান অধিকার‘‘ এই প্রতিপাদ্যে ১৭মার্চ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নলছিটি চায়না মাঠে আয়োজিত মেলার অনুষ্ঠানে মিলিত হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে ৬ দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর, নলছিটি থানা অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান উপজেলা আ’লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান প্রমুখ।
এসব অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন এবং শিক্ষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest