ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২
এম কে,কামরুল ইসলাম নলছিটি প্রতিনিধি ,
বালুমতি নামের একটি বালু বোঝায় জাহাজ ডুবে গেছে ,শুক্রবার (১৮ মার্চ ) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে !
প্রত্যাক্ষদর্শীরা জানায় ,ঝালকাঠি থেকে সাড়ে তিনশ যাত্রী নিয়ে ঢাকাগামী লঞ্চ ফারহান -৭ সন্ধ্যায় নলছিটি লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়ার পর সুগন্ধা নদীর মল্লিকপুর এলাকায় বাল্কহেড টিকে
ধাক্কা দেয় !এতে বাল্কহেডটি ডুবে যায় এবং লঞ্চের সামনের কিছু অংশ ফেটে যায়! বাল্কহেডে থাকা পাঁচজন স্টাফকে টলারে নিয়ে স্থানীয়রা উদ্ধার করে ! এ সময় লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে ! পরে লঞ্চটি সারদল এলাকায় চরে ভিড়িয়ে দেয় কৃর্তপক্ষ ! এসময়ে যাত্রীরা তাড়াহুড়া করে লঞ্চ থেকে নেমে যায় !ঘটনার পরপরই তুষখালী থেকে ঢাকাগামী পূবালী -৭ নামের লঞ্চটি দুর্ঘটনাস্থলে এসে কিছু যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়!
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST