ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২২
বিশেষ প্রতিনিধিঃপটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ৩১বার তোপধ্বণির মধ্যে দিয়ে গতকাল শনিবার (২৬ মার্চ) প্রত্যুষে দিবসের কর্মসূচি শুরু করে উপজেলা প্রশাসন। সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে পতাকাকে সন্মান প্রদর্শণ করে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপিসহ বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের কুজকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শণ করে। বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজক কমিটির সভাপতি ইউএনও মো. আল-ইমরানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. হারুন অর রশীদ হাওলাদার প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড. মাসুদ আল-মামুন, মিসেস ফরিদা ইয়াসমিন, আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST