বরিশালে কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ, নাজেহাল ক্রেতা

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২২

বরিশালে কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ, নাজেহাল ক্রেতা

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
গরমে আত্নতৃপ্তি এনে দেয় এক ফালি রসালো তরমুজ। ফলটি গ্রীষ্মের ফল হিসেবেও সুপরিচিত। তবে বরিশালের বাজারে চৈত্র মাসে এই ফলটির ব্যাপক চাহিদা রয়েছে ।কিন্তু কেজি দরে অস্বাভাবিক বেশি দামে বিক্রি হচ্ছে তরমুজ।

বরিশাল বিভাগের ভোলা,পটুয়াখালী ও বরগুনা জেলায় তরমুজ চাষ হয়।এরই মধ্যে ঐ সব অঞ্চল থেকে আসা তরমুজ বাজারে আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন জেলাগুলোতে তরমুজ সরবরাহ রয়েছে।

এছাড়া চৈত্র মাসে উৎপাদিত তরমুজ বাজারে ভরপুর থাকবে, আর দামও হবে ক্রেতাদের নাগালের মধ্যে।কিন্তু বর্তমানে বরিশালে সর্বত্র কেজি প্রতি তরমুজ বিক্রি হচ্ছে ৫০টাকা করে, মাঝারি আকারের একটি তরমুজ কিনতে হচ্ছে ৩-৪০০ টাকায়। যা নিম্ন বিত্ত ও মধ্যবিত্ত মানুষের পক্ষে খুব কস্ট সাধ্য হয়ে পড়ছে।

সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, বরিশাল নগরীর চৌমাথা বাজার, পোর্ট রোড,নতুন বাজার,লঞ্চঘাট,বটতলা বাজার,বাংলা বাজার, সাগরদী বাজার,রুপাতলী সহ সবখানেই কেজি দরে বাজারে তরমুজ বিক্রি করা হচ্ছে।অথচ পাইকাররা কৃষকদের কাছ থেকে শত হিসেবে ক্রয় করে।

নগরীর চৌমাথা বাজারে তরমুজ কিনছিলেন ফরেস্টার বাড়ির পুল এলাকা নিবাসী রিদয় তিনি বলেন, এবছরের নতুন ফল তরমুজ দেখে লোভ সামলাতে পারলাম না, তাই কিনলাম। কিন্তু দাম অত্যাধিক পরিমাণে বেশি। তবে এমন দামে সকলের পক্ষে তরমুজ ক্রয় করা সম্ভব নয়, দ্রুত প্রশাসনের এই কেজি দরে তরমুজ বিক্রি বন্ধ করে ক্রেতা সাধারনের আওতায় রাখার অনুরোধ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest