দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দুমকি উপজেলা বিএনপির অনশন

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২২

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দুমকি উপজেলা  বিএনপির অনশন

বিশেষ প্রতিনিধিঃপটুয়াখালী দুমকি উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে দুমকিতে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি।কেন্দ্র ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপি কার্যালয়ে অনশনে বসে দুমকি বিএনপি।এতে অংশ নেন বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল আলম মৃধা, যুবদলের আহবায়ক মোঃ জসীমউদ্দিন হাওলাদার, সদস্য সচিব সুলতান সালাউদ্দিন রিপন শরীফ, ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম, সদস্য সচিব মাসুদ আলম মৃধা, কৃষক দলের সভাপতি সৈয়দ আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদার, শ্রমিক দলের আহবায়ক মোঃ আবু জাফর আকন ও তাঁতি দলের সদস্য সচিব মোঃ জাহিদ খান প্রমুখ।অনশনে বক্তব্যে সাইফুল আলম মৃধা ও মোঃ তরিকুল ইসলাম (তারেক খান) বলেন,‘আমরা চেষ্টা করছি সহজ ভাষায়, কম কথায় সরকারকে সরল পথ দেখাতে। কিন্তু সরকার বিষয়টিকে আমাদের দুর্বলতা হিসেবে দেখছে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি এবং সর্বস্ত্ররে সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে নানা মহল থেকে নানা কর্মসূচি পালন করা হলেও সরকার এগুলো আমলে নিচ্ছে না। আমাদের কাছে মনে হচ্ছে, এখন আর এই ধরনের কর্মসূচি দিয়ে কিছু হবে না। পথ এখন একটা। রাজপথে দুর্বার আন্দোলন। সেই আন্দোলনের জন্য আমাদের সবাইকে প্রস্তুত হতে হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest