মেহেন্দিগঞ্জে নিহত রুবেল বেপারীর পরিবারের পাশে দাড়ালেন মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ।

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২২

মেহেন্দিগঞ্জে নিহত রুবেল বেপারীর পরিবারের পাশে দাড়ালেন মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

মেহেন্দিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা মহানগর (উত্তর) এর অন্তর্গত রামপুরা থানা কৃষকদল নেতা রুবেল বেপারীর পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এক মহান বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ঢাকা মহানগর উত্তর কৃষক দলের নেতৃবৃন্দ।

মহানগর নেতৃবৃন্দের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ ও ধন্যবাদ জানান এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩০মার্চ) মেহেন্দিগঞ্জ পৌর এলাকার দুর্গাপুর গ্রামে গিয়ে প্রয়াত রুবেল বেপারীর কবরে জিয়ারত ও তার শোকসন্তপ্ত পরিবারকে সহমর্মিতা জানান নেতৃবৃন্দ।

এসময় রুবেল বেপারীর সহধর্মিণী ও তার পরিবারের হাতে ঢাকা মহানগর (উত্তর) ও কেন্দ্রীয় কৃষকদলের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তাও তুলে দেন ঢাকা মহানগর (উত্তর) কৃষকদলের আহবায়ক আসজাদুল আরিশ ডল,
সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, মহানগর নেতা এস এম মিরাজ হোসেন ইমন, মোঃ রেন্টু মিয়া, মোঃ রফিকুল ইসলাম, হাওলাদার, মোঃ হারুনার রশিদ।

এছাড়াও সহযোদ্ধার পরিবারকে সহমর্মিতা জানাতে নিহত রুবেলের বাড়িতে ছুটে যান মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি,সাবেক সফল পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সভাপতি,সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র জিয়াউদ্দিন সুজন,
বরিশাল উত্তর জেলা কৃষক দলের সভাপতি নলী মোঃ জামাল হোসেন। মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক, সাবেক কাউন্সিলর কামরুল ইসলাম কাজল,মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নিরব শাহ, পৌর আহবায়ক মনিরুজ্জামান মুন্না,যুগ্ম আহবায়ক মফিজ সরদার, ফরিদ জমদার,জলিল দেওয়ান, তাতীদল নেতা ইউনুস যুবায়ের, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন খোকা, স্থানীয় বিএনপি নেতা হারুন অর রশীদ, মাইনউদ্দীন সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন নিহত রুবেল বেপারীর অসহায় পরিবার।

উল্লেখ্য গত ১১মার্চ মেহেন্দিগঞ্জ উপজেলার স্টিমারঘাট পুরাতন লঞ্চ ঘাট এলাকার সড়ক দুর্ঘটনায় নিহত হন রুবেল বেপারী। নিহত রুবেলের ৬ বছরের একটি কন্যা ও ৩ বছর বয়সের দুটি জমজ ছেলে সন্তান রয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest