কুয়াকাটায় অসুস্থ অবস্থায় বানর উদ্ধার করে ,তিন মাস চিকিৎসা শেষে বনে অবমুক্ত।

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২২

কুয়াকাটায় অসুস্থ অবস্থায় বানর উদ্ধার করে ,তিন মাস চিকিৎসা শেষে বনে অবমুক্ত।

আবুল হোসেন রাজু
উপকূলীয় (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর কুয়াকাটায় একটি বানরকে অসুস্থ অবস্থায়
গত তিনমাস আগে উদ্ধার করে দীর্ঘদিন চিকিৎসা করানোর পরে বনে অবমুক্ত করেন ।

শনিবার (২ এপ্রিল) বিকেলে টেংরাগিরি বন্যপ্রানী অভয়ারণ্যে (ফাতরার বনে) অবমুক্ত করেন কুয়াকাটা বন্যপ্রানী নোঙ্গরখানা কর্তৃপক্ষ।

কুয়াকাটা বন্যপ্রানী নোঙ্গরখানার স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার বলেন, গত তিন মাস আগে এই বানরটি উপজেলার জালালপুর এলাকা থেকে অসুস্থ অবস্থায় আমরা উদ্ধার করি পরে দীর্ঘদিন চিকিৎসা শেষে আজকে আমাদের পুরো টিম এই ফাতরার বনে এসে বানরটি অবমুক্ত করলাম।

বন্যপ্রানী নিয়ে কাজ করা পরিবেশকর্মী কেএম বাচ্চু জানান, এরআগে প্রায় ১৯টি বন্য প্রাণী আমরা চিকিৎসা করে বনে অবমুক্ত করেছি। শুধু বানর না সাপ, কচ্ছপ, বেজি, বিভিন্ন পাখি সহ সব ধরনের বন্যপ্রাণী অসুস্থ অবস্থায় পাওয়া গেলে আমরা নিয়ে এসে এই নোঙ্গর খানায় রাখি পরে চিকিৎসা করে অবমুক্ত করে দেই।

বনবিভাগের তালতলী রেঞ্জে ফাতরার বনে দায়িত্বে থাকা এফ,জি আক্তারুজ্জামান জানান, আজকে কুয়াকাটা বন্যপ্রানী নোঙ্গর খানা কর্তৃপক্ষ একটি বানর নিয়ে আসলে বনবিভাগে উর্ধতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে আমি সাথে থেকে বানরটি অবমুক্ত করি। বন্যপ্রানীর প্রতি সকলের ভালোবাসা থাকাটা জরুরী।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest