সুগন্ধা নদী ভাঙ্গন অব্যাহত হুমকির মুখে নলছিটি বরিশাল একমাত্র আঞ্চলিক মহাসড়ক

প্রকাশিত: ৩:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২২

সুগন্ধা নদী ভাঙ্গন অব্যাহত হুমকির মুখে নলছিটি বরিশাল একমাত্র আঞ্চলিক মহাসড়ক

এম কে, কামরুল ইসলাম নলছিটি ঝালকাঠি,

ঝালকাঠি নলছিটির সুগন্ধা নদী ভাঙ্গন রোদে নেওয়া হচ্ছে না কোন পদক্ষেপ নলছিটি পৌর শহর রক্ষা বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় ১,৪,৫,৭,৮ নং ওয়ার্ডের বাঙ্গন এখনো রোধ হয়নি। এরই মধ্যে হারিয়ে গেছে মল্লিক পুর জামে মসজিদ , মাদ্রাসা ফসলি জমি সহ অনেক ঘরবাড়ি। বিলিনির পথে রয়েছে শত শত ঘর ,মসজিদ ও নলছিটি বরিশাল আঞ্চলিক মহাসড়ক ,অব্যাহত নদী ভাঙ্গনে সড়কের খুব কাছে চলে এসেছে সুগন্ধা নদী। যে কোনো ঘূর্ণিঝড়ে সুগন্ধা নদীতে স্বাভাবিকর জোয়ারের চেয়ে চার -পাচ ফুট পানি বৃদ্ধি পায়। এতে নলছিটি পৌর শহর সহ উপজেলার বিভিন্ন স্থানে তলিয়ে যায়। জলোচ্ছ্বাসের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এখানকার বসবাস কারীরা। স্বাভাবিক জোয়ারের চাইতে একটু পানি বৃদ্ধি পেলেই নলছিটি ফেরিঘাট ,খাসমহল ,লঞ্চঘাট,পুরাতন স্টিমার ঘাট সহ বিভিন্ন স্থানে পানি ঢুকে পরে। এর ফলে শহরের বাসিন্দারা পানি বন্দি হয়ে পরে। সাথে সাথে দেখা দেয় নদী ভাঙ্গন। নলছিটি পৌর এলাকার মল্লিকপুরে নদী ভেঙ্গে নলছিটি বরিশাল সড়কটি প্রায় ১০ ফুট দূরত্বে অবস্থান করছে। পথযাত্রী জাহাঙ্গীর আলম মৃধা বলেন এই সড়কটি সুগন্ধা সুগন্ধ নদীতে যে কোন সময় ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ,তখন বরিশালের সাথে নলছিটি বাসীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। সড়ক রক্ষায় এলাকাবাসী অনেকবার মানববন্ধন সহ সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করলেও কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest