মেহেন্দিগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় মা মেয়ের লাশ উদ্ধার, ৩ জন নিখোঁজ।

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২২

মেহেন্দিগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় মা  মেয়ের লাশ উদ্ধার, ৩ জন নিখোঁজ।

মোঃ ইব্রাহীম মুন্সি
স্টাফ রিপোটার

মেহেন্দীগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
মৃতরা হলেন- মা মাহিনূর বেগম (৫৫) ও মেয়ে নাছরিন বেগম (২৫)। তারা ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) তৌহিদ জামান।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ৮ জন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়া যাচ্ছিল। পথিমধ্যে গজারিয়া পৌঁছালে নদীর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায় ট্রলারটি।
ঘটনাস্থলের পাশেই নদীতে টহলে থাকা একটি কোস্ট গার্ডের টিম এসে তাদের উদ্ধার করে। এ সময় ট্রলারের যাত্রী মা ও মেয়ের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড। এছাড়াও ৪ জন জীবিত উদ্ধার হলেও এখনো ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
ওসি আরও জানান, ট্রলার ডুবিতে নিহত মা ও মেয়ের লাশ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
এ ছাড়া জীবিত উদ্ধারকৃতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় কোস্ট গার্ডের উদ্ধার অভিযান চলছে বলে জানান মেহেন্দিগঞ্জ থানার ওসি তদন্ত তৌহিদ জামান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest