ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় দুমকিতে আনন্দ মিছিল।

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২২

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় দুমকিতে আনন্দ মিছিল।

বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী, দুমকি উপজেলায় রবিবার (১৭ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করেছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

সন্ধ্যায় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার এই খবরে, তাৎক্ষণিক দুমকি উপজেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরানের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। বিএনপির পার্টি অফিস থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, উপজেলার প্রাণকেন্দ্র সিনেমাহল এলাকায় এসে মিছিলটি শেষ হয়। এসময় আর উপস্থিত ছিলো, ওবাদুর ইসলাম অভি, রাকিব হাওলাদার, মোহাম্মদ কবির হোসেন, ইমরান হোসেন ও আমিনুল ইসলাম।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest