বরিশালে বিএম কলেজের পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২

বরিশালে বিএম কলেজের পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল নগরীর বিএম কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে কলেজ ছাত্র মৃত্যুবরন করেছে।

২১ শে এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কলেজের কলা ভবন সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।মৃত সিমান্ত নগরীর শেরে বাংলা সড়কের বাসিন্দা ও আলেকান্দা কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের নিয়ে পুকুরে গোসল করতে নেমে সিমান্ত নিখোঁজ হয়। বিষয়টি ফায়ার সার্ভিস সদস্যদের জানালে দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করে শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest