ছেলে হত্যাচেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন থেকে বাবা গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২

ছেলে হত্যাচেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন থেকে বাবা গ্রেফতার

এম কে,কামরুল ইসলাম নলছিটি প্রতিনিধি,

ঝালকাঠির নলছিটিতে কলেজছাত্র হত্যাচেষ্টার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। ওই মানববন্ধন শেষে পুলিশ উল্টো আহত কলেজছাত্রের বাবাকে গ্রেফতার করেছে।

রোববার (২৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, মানববন্ধন করার জন্য নয়, তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানান, নলছিটি উপজেলার সৈয়র গ্রামে কমল চন্দ্র অধিকারীর সঙ্গে প্রতিবেশী সঞ্জয় মণ্ডলের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল।

এরই জেরে গত ১৬ এপ্রিল বাড়ির কাছেই সঞ্জয় মণ্ডল ও তার মা অঞ্জলী রানী মণ্ডল কমলের স্ত্রী কল্যাণী রানীকে পিটিয়ে আহত করেন। মাকে বাঁচাতে গেলে ছেলে বরিশাল অমৃত লাল দে কলেজের মেধাবী শিক্ষার্থী শান্ত অধিকারীকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়।
গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শান্তর বাবা কমল চন্দ্র অধিকারী হামলাকারী সঞ্জয় মণ্ডলসহ দুজনের নামে নলছিটি থানায় মামলা করেন।

পুলিশ এক সপ্তাহেও আসামিদের গ্রেফতার না করায় রোববার সকালে নলছিটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে শান্তর পরিবার। এতে শান্তর বাবাসহ গ্রামের শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে আসামি বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী সঞ্জয় মণ্ডলকে গ্রেফতার ও চাকরি থেকে অপসারণের দাবিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দিতে যাওয়ার পথে পুলিশ শান্তর বাবা কমলকে গ্রেফতার করে।

উপপরিদর্শক (এসআই) মো. আউয়াল জানান, মানববন্ধন করার কারণে কাউকে গ্রেফতার করা হয়নি। গত ১৮ এপ্রিল সঞ্জয়ের ভাই প্রসেঞ্জিত মণ্ডলের দায়ের করা একটি মামলায় কমল চন্দ্র অধিকারীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানকে জিজ্ঞাসা করা হয়, কমল চন্দ্র অধিকারীর ছেলেকে হত্যাচেষ্টার আসামির করা মামলায় বাবাকে গ্রেফতার করা হয়েছে, তাহলে কমল চন্দ্র অধিকারীর করা মামলার আসামিদের কেন গ্রেফতার করা হচ্ছে না। এ প্রসঙ্গে আতাউর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের মানবিক অনুভূতি রয়েছে। কমল চন্দ্র অধিকারী একটি মামলায় এজাহারভুক্ত আসামি। তিনি থানার ১০০ গজের মধ্যে মানববন্ধন করেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের লাইভে বিষয়টি বুঝতে পেরে আমরা তাকে গ্রেফতার করেছি। এজাহারভুক্ত আসামিকে পুলিশ গ্রেফতার করবে এটাই স্বাভাবিক।’

এছাড়া তিনি আরও বলেন, কমল চন্দ্র অধিকারীর মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। যেকোনো মুহূর্তে তাদের গ্রেফতার করা হবে। পুলিশ এখানে কোনো পক্ষ নিয়ে কাজ করছে না বলে দাবি করেছেন তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest