নলছিটিতে সাঁতার শিখতে পুকুরে নেমে শিশুর মৃত্যু।

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, মে ১, ২০২২

নলছিটিতে সাঁতার শিখতে পুকুরে নেমে শিশুর মৃত্যু।

এম কে,কামরুল ইসলাম নলছিটি প্রতিনিধি ,

নলছিটিতে পুকুরের পানিতে ডুবে মমিন (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামে এ ঘটনা ঘটে।
মমিন ওই গ্রামের শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে কলাগাছ দিয়ে বাড়ির পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায় মমিন। পরে বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়ে কেউ আমাদের অবহিত করেননি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest