কলাপাড়ায় ব্যাচ ভিত্তিক প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠান।

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, মে ১, ২০২২

কলাপাড়ায় ব্যাচ ভিত্তিক প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠান।

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ফেসবুক ভিত্তিক সংগঠন হাইস্কুলিয়ান গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৮ রমজান শনিবার শেষ বিকেলে রয়েল ব্যাচ ২০০০ এর সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার অনুষ্ঠানে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২৩ টি ব্যাচের তিন শতাধিক সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রতিনিধি বক্তব্য প্রদান করে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। রয়েল ব্যাচ ২০০০ এর পক্ষ থেকে মোঃ শাকুর সংগঠনের প্রয়োজনীয়তার নিয়ে বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন, বয়োজ্যেষ্ঠ্য ব্যাচ ১৯৮৫ এর পক্ষ থেকে অধ্যক্ষ মঞ্জুরুল আলম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়কে ফুটিয়ে তোলার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest