ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, মে ১, ২০২২
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
শ্রমিক-মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা এই স্লোগান নিয়ে আজ পহেলা মে সকাল ১১ টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর বরিশালের আয়োজনে উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস ২০২২ পালিত হয়। শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। পরে নগরীর অশ্বিনী কুমার দাস প্রাঙ্গন থেকে হাজারো শ্রমিকের অংশগ্রহণে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত এক সমাবেশ বক্তব্য রাখেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, উপমহাপরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরিশাল, মোঃ ইউসুফ আলী, সভাপতি দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সাইদুর রহমান রিন্টু, সংস্কৃতিজন কাজল ঘোষসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বিভিন্ন কাজে কর্মরত শ্রমিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST